ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

A টোকিও

B ব্রাসেলস

C নিউইয়র্ক

D ভিয়েনা

Solution

Correct Answer: Option D

- UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য রাষ্ট্রগুলোর শিল্পোন্নয়নে সহায়তা করে।
- এই সংস্থাটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত
- উন্নয়নশীল দেশগুলোতে টেকসই শিল্প উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এর প্রধান লক্ষ্য।
- বর্তমান সদস্য: ১৭২টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions