জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন “COP” এর পূর্ণরূপ কী?
Solution
Correct Answer: Option A
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন COP -এর পূর্ণরূপ হল Conference of the Parties।
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) -এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো প্রতি বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও তার অগ্রগতি পর্যালোচনা করে।
- বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণ এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে গৃহীত হয়।
- প্যারিস চুক্তি এই সম্মেলনের মাধ্যমেই গৃহীত হয়েছিল।
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।