দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহনের প্রত্যক্ষ কারন কি?
A হিটলারের রাশিয়া আক্রমন
B জার্মান কর্তৃক ফ্রান্স অধিকার
C জার্মানির ইংল্যান্ড আক্রমন
D পার্ল হারবারে বোমা বর্ষন
Solution
Correct Answer: Option D
-পার্ল হারবারে জাপানিদের দ্বারা আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধে প্রবেশ করে, এটিকে আগ্রাসনের পরিবর্তে
আত্মরক্ষার যুদ্ধ হিসেবে চিহ্নিত করে।
-দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান আমেরিকাকে আক্রমণ করে এবং অক্ষ শক্তিতে যোগদান করে। আর সেই জন্যই
আমেরিকা, জাপান যে পক্ষে যোগদান করে তার বিপরীত পক্ষে অর্থাৎ মিত্র শক্তিতে যোগদান করে তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে
অংশগ্রহন করে।
-মোট কথা, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল, তাই আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল।