ইন্টারপোল এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A লিঁও
B মার্সাই
C ভার্সাই
D প্যারিস
Solution
Correct Answer: Option A
আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organization (Interpol) এর সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্যসংখ্যা ১৯৪টি দেশ।
বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।