'তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক' বাক্যে 'হাতভারী' কী অর্থ প্রকাশ করেছে?
Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় 'হাতভারী' একটি বাগধারা, যার অর্থ কৃপণ বা যে সহজে খরচ করতে চায় না।
- বাক্যটিতে বলা হয়েছে লোকটি বাইরে থেকে রাশভারী বা গম্ভীর প্রকৃতির হলেও তার আসল পরিচয় হলো তিনি একজন কৃপণ ব্যক্তি।
- এখানে 'হাতভারী' শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে।