... a Friday evening, I saw him.
Solution
Correct Answer: Option B
- ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী, সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনের নামের আগে preposition হিসেবে "on" ব্যবহৃত হয়।
- বাক্যে "Friday" একটি নির্দিষ্ট দিন এবং এর সাথে দিনের একটি অংশ "evening" যুক্ত থাকলেও দিনের উল্লেখ থাকায় "on" ব্যবহার করাই সঠিক।
- তাই সঠিক বাক্যটি হবে: On a Friday evening, I saw him.