- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP বা সিরডাপ) বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা, এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন।
- সিরডাপের ডিরেক্টর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন
- CIRDAP গঠিত হয় : ৬ জুলাই ১৯৭৯।