- আরব লীগ প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ,১৯৪৫ সালে।
- ১৯৪২ সালে যুক্তরাজ্য আরব লীগের ধারণা প্রচার করে।
- আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ৭ টি, পর্যবেক্ষক দেশ ৭ টি এবং বর্তমান সদস্য দেশ ২২ টি।
- পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রগুলো হলো ইরিত্রিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা,ভারত, গ্রিস, আর্মেনিয়া, চাদ।
- আরব লীগের সদর দপ্তর কায়রো,মিশরে অবস্থিত।
- মিশর-ইসরাইল চুক্তির পর মিশর আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল ২৬ মার্চ ১৯৭৯ সালে।
- কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া। অর্থাৎ ইরান আরব লীগের সদস্য দেশ নয়।