বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে?
Solution
Correct Answer: Option A
বাংলাদেশ প্রথম ১,০০০ টাকার নোট চালু হয় ২৭ অক্টোবর ২০০৮ সালে।
নোটের মূল্যমান ও তারিক দেওয়া হলো-
১ টাকা চালু করে ০৪.০৪.১৯৭২
২ টাকা চালু করে ২৯.১২.১৯৮৮
৫ টাকা চালু করে ০২.০৬.১৯৭২
১০ টাকা চালু করে ০২.০৬.১৯৭২
২০ টাকা চালু করে ২০.০৮.১৯৭৯
৫০ টাকা চালু করে ০১.০৩.১৯৭২
১০০ টাকা চালু করে ০১.০৩.১৯৭২
৫০০ টাকা চালু করে ১৫.১২.১৯৭৬