একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হয় । যদি মোট ১৭,৮৯০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
Solution
Correct Answer: Option D
যেহেতু প্রত্যেকে কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে,
তাই মোট ছাত্র সংখ্যা = ১৭৮৯০/৩৫০ জন
= ৫১.১১ জন
= ৫১ জন ।
সুতরাং, ছাত্রসংখ্যা সর্বোচ্চ ৫১ জন ।