একজন ব্যবসায়ী আলমারি ও টেবিল প্রস্তুত করে। প্রতিটি আলমারির বিক্রয়মূল্য ৭০০০ টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য ৩৭৫০ টাকা । গত মাসে যে পরিমাণ আলমারি বিক্রি কিরে তার তিনগুণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত?
A ৪,৫৬২.৫০ টাকা
B ৪,৫৫০ টাকা
C ৬,৬০০ টাকা
D ৩,৭৪৫ টাকা
Solution
Correct Answer: Option A
ধরি, তিনি x সংখ্যক আলমারি এবং ৩x সংখ্যক টেবিল বিক্রয় করেন ।
প্রশ্নমতে, (x+৭০০০+৩x×৩৭৫০)/x+৩x
= ১৮২৫০x/৪x
= ৪৫৬২.৫০ টাকা ।