পানিপূর্ণ একটি পাত্রের ওজন ১০ কেজি। যদি এর থেকে ৩/৭ অংশ পানি সরানো হয় এর ওজন হয় ৭ কেজি । পানিশূণ্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ ?
Solution
Correct Answer: Option C
পানির পাত্র + ১ অংশ পানি = ১০ কেজি
পানির পাত্র +৪/৭ অংশ পানি = ৭ কেজি
(−) (−) (−)
______________________________________
[বিয়োগ করে} {১−(৪/৭)} অংশ পানি = ৩ কেজি
⇒ (৭−৮)/৭ " " = ৩ "
⇒ ১ " " = (৭×৩)/৩ "
⇒ ৭ কেজি
∴ পানি শূণ্য পাত্রের ওজন = (১০ − ৭) বা ৩ কেজি ।
∴ পানি শূন্য পাত্রের ওজন পূর্ণ পাত্রের ওজনের = (৩/১০)×১০০%
=৩০%