একটি চিত্রাংকন প্রতিযোগিতার প্রত্যেক প্রতিযোগী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৯ অংশ ফুলের ছবি, ৪/৯ অংশ ফলের ছবি, ৫/১২ অংশ পাখির ছবি এবং বাকী ১৩ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কত ?
A ৪৫৮ জন
B ৪৪০ জন
C ৪৭৮ জ ন
D ৪৬৮ জন
Solution
Correct Answer: Option D
এখানে, গাছের ছবি = [ ১−(১/৯)+(৪/৯)+(৫/১২)] অংশ
=[ ১ −{(৪=১৬=১৫)/৩৬} ] "
={ ১ −(৩৫/৩৬) } "
= ১/৩৬ "
প্রশ্নমতে, ১/৩৬ অংশ = ১৩ টি ছবি
⇒ ১ অংশ = ১৩ × ৩৬ " "
= ৪৮৬ " "
∴ মোট প্রতীযোগির সংখ্যা ৪৮৬ জন ।