সুলেমান তার সঞ্চয়ের তিন-সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক-তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
Solution
Correct Answer: Option B
ধরি, সুলেমান মোট সঞ্চয় x টাকা
∴ জমির মূল্য = ৩x/৭ টাকা
∴ বাড়ির মূল্য = ৩x×১/৭×৩ বা x/৭
∴ তার মোট সঞ্চইয়ের অবআশিস্ট রইল ={x-(৩x/৭+x/৭)}/x অংশ
={৭x-৪x/৭}/x} ″
=(৩x/৭)(১/x) ″
=৩/৭ অংশ