বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে?

A ১০/০৯/২০১৭

B ২১/০৫/২০০৬

C ২১/০৭/২০০৯

D ১৬/০৩/২০১০

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবল 'সি-মি-উই-৪' (SEA-ME-WE 4) এর মাধ্যমে বিশ্ব ইন্টারনেটের সাথে যুক্ত হয়।
- এই সংযোগটি ২০০৬ সালের ২১ মে চালু হয়।
- এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত।
- এই সংযোগের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হয়।
- পরবর্তীতে বাংলাদেশ আরও সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions