বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?

A যোগাযোগ

B কড়ি ও কোমল

C সাঁঝের মায়া

D সুলতানার স্বপ্ন

Solution

Correct Answer: Option D

- 'সুলতানার স্বপ্ন' (Sultana's Dream) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি বিখ্যাত নারীবাদী গ্রন্থ।
- এটি প্রথমে ১৯০৫ সালে ইংরেজিতে লেখা হয়েছিল এবং পরে ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থে তিনি একটি নারীতান্ত্রিক পৃথিবীর কল্পনা করেছেন যেখানে নারীরাই দেশ পরিচালনা করে এবং পুরুষরা ঘরের কাজে সীমাবদ্ধ থাকে।
- তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'মতিচূর' ও 'অবরোধ-বাসিনী'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions