কোন দেশ আমেরিকাকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছেন?
A জার্মানি
B ইংল্যান্ড
C ফ্রান্স
D কানাডা
Solution
Correct Answer: Option C
- ফ্রান্সের জনগণ আমেরিকার স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছিল।
- এই মূর্তিটি ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর উৎসর্গ করা হয়েছিল।