'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?

A সলিল

B হিমাংশু

C দ্যুলোক

D বসুন্ধরা

Solution

Correct Answer: Option D

পৃথিবী- এর সমার্থক শব্দ : বসুন্ধরা, ধরা, ধরিত্রী, মেদিনী, ক্ষিতি, অবনি, ভূগোল, মহী, পৃথ্বী, ইত্যাদি । সলিল- এর সমার্থক শব্দ : পানি, বারি, অম্বু, নীর, উদক, অম্ভ ইত্যাদি । হিমাংশু- এর সমার্থক শব্দ : চাঁদ, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, ইন্দু ইত্যাদি । দ্যুলোক শব্দের অর্থ- স্বর্গলোক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions