‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

A কাজী আবদুল ওদুদ

B আবুল ফজল

C রশীদ করিম

D হুমায়ন কবির

Solution

Correct Answer: Option D

'নদী ও নারী' (১৯৪৫) হুমায়ুন কবির রচিত একটি উপন্যাস। কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস 'নদীবক্ষে' (১৯১৮) । শামসুদ্দীন আবুল কালাম রচিত বিখ্যাত উপন্যাস 'কাশবনের কন্যা' আবুল ফজল রচিত উপন্যাস 'রাঙা প্রভাত' (১৩৬৪) , 'প্রদীপ ও পতঙ্গ' (১৩৪৭), 'চৌচির' (১৯৩৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions