ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন?

A মোতাহের হোসেন চৌধুরী

B রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

C প্রমথ চৌধুরী

D কাজী আব্দুল ওদুদ

Solution

Correct Answer: Option A

সাহিত্যের মোতাহের হোসেন চৌধুরী ঢাকার মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) মুক্তবুদ্ধিচর্চার আন্দোলনের অন্যতম পুরোধা । বিশিষ্ট গদ্যশিল্পী, যুক্তিনিষ্ঠ ও মুক্ত-বুদ্ধিদীপ্ত সরস প্রবন্ধ রচনায় তিনি কৃতিত্ব প্রদর্শন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions