গোল্ডেন মিন (Golden Mean) হলো-
A সমস্ত সম্ভাব্য কর্মের গড়
B দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
C ত্রিভুজের দুটি বাহন ভূ- কেন্দ্রিক সম্পর্ক
D একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
Solution
Correct Answer: Option B
- গোল্ডেন মিন ( Golden Mean ) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন ।
- যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন ।