যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?

A কাজী নজরুল ইসলাম

B মাইকেল মধুসূদন দত্ত

C ঈশ্বরচন্দ্র গুপ্ত

D কায়কোবাদ

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
বাংলা সাহিত্যে যুগসন্ধি কাল ১৭৬০ থেকে ১৮৬০। এই সময়কলের একমাত্র প্রসিদ্ধ সাহিত্য ব্যক্তিত্ব ছিলো, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এ জন্য তাকে যুগসন্ধিক্ষনের কবি বলা হয়। তিনি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনার জন্য অমর হয়ে আছেন। 

তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাঃ
- সংবাদ রত্নাবলী (১৮২৫),
- সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions