একটি ঝুড়িতে রাখা আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে ৭:৩:২।ঝুড়ি থেকে কিছু আম সরানো হল এবং নতুন কিছু কমলা ও লিটু রাখা হল।এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর নতুন অনুপাত যথাক্রমে ৯:৫:৪ হলো। ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে?

A ১টি

B ২টি

C ৫টি

D ৮ টি

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

আম ঃ কমলা ঃ লিচু = ৭ ঃ ৩ ঃ ২ = ২১ ঃ ৯ ঃ ৬ 
কমলা ও লিচুর নতুন অনুপাত = ৫ ঃ ৪ = ১০ ঃ ৮ 
 সর্বনিম্ন ২টি লিচু ও ১টি কমলা যোগ করতে হবে এবং ৩টি আম সরাতে হবে । আম থাকবে = (২১ - ৩) = ১৮টি । 
অর্থাৎ নতুন অনুপাত হবে = ১৮ ঃ ১০ ঃ ৮ 
                                = ৯ ঃ ৫ ঃ ৪ 
  অতএব, সর্বনিম্ন ২টি লিচু যোগ করতে হবে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions