১০% মূল্য হ্রাসে খেজুরের বিক্রয়মূল্য = (৩০০ - ৩০) = ২৭০টাকা
১০০০ গ্রাম খেজুরের বিক্রয়মূল্য ২৭০ টাকা
১ “ “ “ ২৭০/১০০০ “
৯০০ “ “ “ (২৭০x৯০০)/১০০০ “
= ২৪৩ টাকা
যেহেতু রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে
আসাদের কোনো লাভ বা লোকসান হয়নি,
সেহেতু ক্রয়মূল্য = বিক্রয়মূল্য
সুতরাং,খেজুরের ক্রয়মূল্য ২৪৩ টাকা।