আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লােকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?

A ২৮৮

B ২৭৬

C ২৬৭

D ২৪৩

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

১০% মূল্য হ্রাসে খেজুরের বিক্রয়মূল্য = (৩০০ - ৩০) = ২৭০টাকা
 ১০০০ গ্রাম খেজুরের বিক্রয়মূল্য ২৭০ টাকা 
   ১       “    “            “        ২৭০/১০০০ “ 
৯০০       “    “            “     (২৭০x৯০০)/১০০০ “ 
                                   = ২৪৩ টাকা 
যেহেতু রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে 
 আসাদের কোনো লাভ বা লোকসান হয়নি,
  সেহেতু ক্রয়মূল্য = বিক্রয়মূল্য 
সুতরাং,খেজুরের ক্রয়মূল্য ২৪৩ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions