৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। যদি ঐ একই কাজ ২৬ জন লােক ও ৪৮ জন বালক ২ দিনে শেষ করতে পারে তাহলে ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে শেষ করবে?
Correct Answer: Option A
প্রশ্নমতে, (৬ জন লোক+৮ জন বালক)×১০ = (২৬ জন লোক+৪৮ জন বালক)×2
বা, ৩০ জন লোক + ৪০ জন বালক = ২৬ জন লোক + ৪৮ জন বালক
বা, ৪ জন লোক = ৮ জন বালক
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷
১২+৮ = ২০ জন বালক ১ টি কাজ করে ১০ দিনে
তাহলে ১ জন বালক কাজটি করবে ২০×১০ =২০০ দিনে
তাহলে, ৩০+২০ জন বালক কাজটি করতে পারে ২০০/৫০ = ৪ দিনে৷
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions