একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৪ টাকা ফি নেয়।২৭ কেজি পণ্য পরিবহনের ফি কত হবে?
A ১১৮ টকা
B ১০৮ টাকা
C ১১০ টাকা
D ১০২ টাকা
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
২৭ কেজি = ১০ কেজি + ১৭ কেজি
= (১০×৫+১৭×৪) টাকা
= ৫০ + ৬৮ = ১১৮ টাকা