আমাজন বনভূমি কোন ধরণের বনভুমি?
A ম্যানগ্রোভ বনাঞ্চল
B গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
C ঘনবর্ধন বনাঞ্চল
D উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
- আমাজনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত।
- হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশির ভাগই চিরহরিৎ বৃক্ষ। তাই এ বনকে চিরহরিৎ বনও বলা হয়।
- পৃথিবী জুড়ে যেসব রেইনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এ অরণ্য। তাই একে রেইন ফরেস্টও বলা হয়।
- আমাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত (বর্ষা মৌসুমে) এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। তাই একে গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল বলা যেতে পারে।