Solution
Correct Answer: Option A
‘পদ্মরাগ’ বেগম রোকেয়া রচিত উপন্যাস। লতিফ ও সিদ্দিকার প্রেমচিত্র আছে এখানে। রোকেয়ার তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচূর প্রবন্ধসংগ্রহের প্রথম ও দ্বিতীয় খণ্ডে। তার সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি।