'নিরন্ন' শব্দের সন্ধি -বিচ্ছেদ কী?

A নি + অন্ন

B নির + অন্ন

C নিঃ + অন্ন

D নির + ন্ন

Solution

Correct Answer: Option C

র্-জাত বিসর্গ যুক্ত স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে বিসর্গ স্থানে র্ হয়। 
উদাহরণ- 
নিঃ +অন্ন =নিরন্ন , 
জ্যোতিঃ+ইন্দ্র =জ্যোতিরিন্দ্র, 
পুনঃ+উক্তি = পুনরুক্তি, 
পুনঃ+আগমন =পুনরাগমন , 
পুনঃ+উত্থান =পুনরুত্থান, 
দুঃ+অন্ত =দুরন্ত, 
দুঃ+অবস্থা=দুরবস্থা, 
প্রাতঃ+আশ =প্রাতরাশ, 
পুনঃ+অপি = পুনরপি ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions