র্-জাত বিসর্গ যুক্ত স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে বিসর্গ স্থানে র্ হয়।
উদাহরণ-
নিঃ +অন্ন =নিরন্ন ,
জ্যোতিঃ+ইন্দ্র =জ্যোতিরিন্দ্র,
পুনঃ+উক্তি = পুনরুক্তি,
পুনঃ+আগমন =পুনরাগমন ,
পুনঃ+উত্থান =পুনরুত্থান,
দুঃ+অন্ত =দুরন্ত,
দুঃ+অবস্থা=দুরবস্থা,
প্রাতঃ+আশ =প্রাতরাশ,
পুনঃ+অপি = পুনরপি ইত্যাদি।