Solution
Correct Answer: Option A
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে, অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
- যেমন: হস্তী (হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়), গবেষণা, হরিণ, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।
অন্যদিকে,
চিকামারা- যৌগিক শব্দ;
জলদ- যোগরূঢ় শব্দ;
দৌহিত্র- যৌগিক শব্দ।