কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?

A সোডিয়াম কার্বনেট

B সোডিয়াম বাই কার্বনেট

C ক্যালসিয়াম কার্বনেট

D ক্যালসিয়াম বাই কার্বনেট

Solution

Correct Answer: Option A

- সোডিয়াম কার্বনেট (Na2CO3)-কে সোডা অ্যাস বলা হয়।
- সোডা অ্যাসের ১ অণুর সাথে ১০ অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে।
- কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট (Na2CO3.10H2O)।
- কাপড় পরিষ্কার করতে এটি ব্যবহার হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions