লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

A প্রবাদ

B লোকগীতি

C ছড়া

D ভাদু গান

Solution

Correct Answer: Option C

- লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য যা গাথাঁকাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদির সামষ্টিক রূপ।
- লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া
- ছড়া সাধারণত স্বরবৃত্ত ছন্দে রচিত।
- যিনি ছড়া লেখেন, তাকে ছড়াকার বলে।
- ছড়া প্রধানত তিনভাগে বিভক্ত।
যথা:
- লৌকিক ছড়া,
- সাহিত্যিক ছড়া ও
- আধুনিক ছড়া।

উদাহরণ: 'ঐ দেখা যায় তাল গাছ / ঐ আমাদের গাঁ। / ঐখানেতে বাস করে / কানা বগীর ছা।' (খান মুহাম্মদ মইনুদ্দীন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions