কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?

A গোরা

B শেষের কবিতা

C নৌকাডুবি

D চোখের বালি

Solution

Correct Answer: Option A

- উনবিংশ শতাব্দীর শেষভাগের ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিকা তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন রাজনৈতিক উপন্যাস 'গোরা' (১৯১০)।
- উপন্যাসের নায়ক গোরা সিপাহী বিপ্লবের সময় নিহত আইরিশ দম্পতির সন্তান।
- পরে সে লালিত-পালিত হয় হিন্দু ব্রাহ্মণ কৃষ্ণদয়াল ও আনন্দময়ীর কাছে।
- গোরা আস্তে আস্তে হিন্দু ধর্মের অন্ধ সমর্থক হয়ে উঠে।
- সময়ের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এক নারীর ভালোবাসা কিভাবে তাকে অন্ধতা ও সংকীর্ণতা থেকে নির্দিষ্ট ধর্মকে অতিক্রম করে মানবতাবাদী আদর্শিক মহাভারতবর্ষের দিকে পৌঁছে, তারই কাহিনী 'গোরা' উপন্যাস।

- রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস 'চোখের বালি' (১৯০৩), কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯), সামাজিক উপন্যাস 'নৌকাডুবি' (১৯০৬)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions