নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

A ভাষা

B শব্দ

C ধ্বনি

D বাক্য

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক হলো ভাষা।
- ভাষা হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ নিজেদের চিন্তা, অনুভূতি, ধারণা এবং তথ্য একে অপরের সাথে আদান-প্রদান করে।
- এটি কতগুলো নির্দিষ্ট ধ্বনি, শব্দ এবং বাক্যগঠনের নিয়মের উপর ভিত্তি করে তৈরি হয় এবং একটি নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে এর অর্থ ও ব্যবহার প্রচলিত থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions