সনি ও পমি একত্রে একটি কাজ 12 দিন করতে পারে। সনি একা কাজটি 16 দিনে করতে পারে। একা কাজটি করতে পমির সনি অপেক্ষা কতদিন বেশি লাগবে?

A ১৮ দিন

B ৩২ দিন

C ৪৮ দিন

D ৬০ দিন

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

সনি ও পমি ১ দিনে করে ১/১২ অংশ 
      সনি ১ দিনে করে ১/১৬ অংশ 
 পমি ১ দিনে করে = (১/১২ - ১/১৬) অংশ 
                       = ৪-৩/৪৮ অংশ 
                       = ১/৪৮ অংশ 
    পমি সম্পূর্ণ কাজ একা করে ৪৮ দিনে 
   পমির সময় বেশি লাগে (৪৮ - ১৬) = ৩২ দিন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions