মামুন সবুজ একটি অংশীদারি ব্যবসায় 2:1 অনুপাতে বিনিযোগ করে। বছর শেষে তারা তাদের মুনাফা থেকে 900 টাকা গরিবদের দান করে দেয় এবং অবশিষ্ট মুনাফা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। সবুজের মুনাফা 2000 টাকা হলে, মােট মুনাফা কত?
A 2900 টাকা
B 6000 টাকা
C 6900 টাকা
D 7200 টাকা
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
সবুজ ২০০০ টাকা পেলে
মামুন পাবে ৪০০০ টাকা
মোট মুনাফা = ২০০০ + ৪০০০ + ৯০০
= ৬৯০০