একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বাড়ানাে হলে ও প্রস্থ ২০% বাড়ানাে হলে এর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে?
A ২৫ % বাড়বে
B ৫০% বাড়বে
C ১৫০% বাড়বে
D ২০০% বাড়বে
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
Short technique: A+B+(AB/100%)
= 25%+20%+(25%×20%/100%)
= 45% + 5%
= 50% বাড়বে ।