নল ক দ্বারা একটি ট্যাংক ২৮ মিনিটে পূর্ণ হয়। নল খ দ্বারা ট্যাংকটি ১৪ মিনিটে পূর্ণ হয়। নল গ দ্বারা ট্যাংকটি ৪২ মিনিটে খালি হয়। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে, ট্যাংকি পূর্ণ হতে কত মিনিট লাগবে?
A ২১
B ১৮
C ১২
D ৯
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
ট্যাংক পূর্ণ হতে প্রয়োজনীয় সময় = ১/ (১/২৮+১/১৪-১/৪২)
= ১২ মিনিট ।