Solution
Correct Answer: Option C
মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর; দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত।
- ইউমা/গ্রেট ডেজার্ট : মেক্সিকো-যুক্তরাষ্ট্র
- সনোরান ডেজার্ট : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- ওলমেক সভ্যতা মেক্সিকোর দক্ষিণাচলে ছিল।
- চিচেন ইৎজা হলো মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় অবস্থিত একটি প্রাচীন পাথুরে শহর যা মায়া সভ্যতার লোকেরা তৈরি করেছিলো।
- মেক্সিকো নাফটার সদস্য। অন্য ২ টি সদস্য হলঃ যুক্তরাষ্ট্র এবং কানাডা। NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement.
- ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- গ্লোবাল গ্যাগ রুল হল মেক্সিকো সিটিকে নিয়ে পলিসি। ১৯৮৪ সালে রেপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এ নীতিমালা আরোপ করেছিলেন।