২০ জন শ্রমিক একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

A ৩০

B ১০

C ২০

D ৪০

Solution

Correct Answer: Option A

এই সমস্যাটি আমরা ঐকিক নিয়ম ব্যবহার করে সমাধান করব। এখানে সময় এবং শ্রমিকের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ সময় কমলে শ্রমিক বাড়াতে হবে।

৩০ দিনে পুকুরটি খনন করতে পারে ২০ জন শ্রমিক।
অতএব, ১ দিনে পুকুরটি খনন করতে হলে শ্রমিকের প্রয়োজন হবে (২০ × ৩০) জন।
অতএব, ২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিকের প্রয়োজন হবে (২০ × ৩০) / ২০ জন।

= ৩০ জন শ্রমিক।

সুতরাং, ২০ দিনে পুকুরটি খনন করতে ৩০ জন শ্রমিকের প্রয়োজন হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions