পৃথিবীতে একজন লোকের ভর ৭০ কেজি। চাঁদে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর ১/৬ গুণ। চাঁদে তার ভর কত কেজি?
Solution
Correct Answer: Option B
- কোন বস্তুর ভর কখনো পরিবর্তিত হতে পারে না।
- ভর হলো কোন বস্তুর মোট পদার্থের পরিমাণ।
- তাই পৃথিবীপৃষ্ঠে, চন্দ্রপৃষ্ঠে বা মহাশূন্যে সব জায়গায় ভর একই থাকবে।
- অর্থাৎ পৃথিবীতে একজন লোকের ভর ৭০ কেজি হলে, চাঁদেও তার ভর ৭০ কেজি থাকবে।