একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
Correct Answer: Option D
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫:৬:৭ হলে ৫ক+৬ক+৭ক = ১৮ক
তাহলে, ১৮ক= ১৮০°
=> ক=১০°
সুতরাং তিনটি কোণ যথাক্রমে ৫০°, ৬০°, ৭০°
∴বৃহত্তম কোনের মান ৭০°
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions