একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

A ২.৫

B ৫.০

C ৭.৫

D ২৫

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার 
    ক্ষেত্রফল = (১০)^২ বর্গমিটার 
                = ১০০ বর্গমিটার 
প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে = (১০০÷৪) বর্গমিটার 
                                    = ২৫ বর্গমিটার 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions