একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?
A ৩
B ৪
C ৫
D ১০০
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
৪৫ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে অর্থাৎ ভাগফল x হলে সংখ্যাটি হবে = (৪৫x + ২৩) = ৪৫x + ১৮ + ৫ যাকে ৯ দিয়ে ভাগ করলে ৫ ভাগশেষ থাকবে ।