Solution
Correct Answer: Option A
- প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন 'সীতাকোট বিহার' দিনাজপুর জেলায় অবস্থিত।
- এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
- এই বিহারটি ৭ম থেকে ৮ম শতকের মধ্যে নির্মিত হয়।
- এই বিহারের গঠনশৈলী অনেকটা বগুড়ার ভাসু বিহারের মতো বর্গাকার।
ভুল অপশনগুলো ও প্রাসঙ্গিক তথ্য:
রংপুর: রংপুরে প্রাচীন রংপুরের (কামরূপের অংশ) নিদর্শন ।
চট্টগ্রাম: এখানে পণ্ডিত বিহার, সীতাকুণ্ড ইত্যাদি ঐতিহাসিক স্থান রয়েছে।
ময়মনসিংহ: এখানে আধুনিক বা মধ্যযুগীয় কিছু নিদর্শন থাকলেও প্রাচীন বৌদ্ধ বিহার হিসেবে সীতাকোট এখানে অবস্থিত নয়।