কোন চুক্তিকে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' বলা হয়? 

A ভিয়েনা কনভেনশন

B রামসার কনভেনশন

C বাসেল কনভেনশন

D বৈচিত্র সংক্রান্ত কনভেনশন

Solution

Correct Answer: Option B

• রামসার কনভেনশন হলো বিশ্বব্যপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
• ১৯৭১ সালে ইরানের রামসারে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
• এই চুক্তিকে কনভেনশন অন ওয়েটল্যান্ডস বলা হয়। 
• এতে যুক্তরাষ্ট্রসহ মোট ১৫৮ টি দেশ স্বাক্ষর করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions