উপযুক্ত মিলন বুঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
A মণিকাঞ্চন যোগ
B মন না মতি
C সোনায় সোহাগা
D ক ও গ উভয়ই
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option D
মণিকাঞ্চন যোগ: মানে হলো উপযুক্ত বা চমৎকার সংমিশ্রণ। যেমন: মণি ও কাঞ্চন (সোনা) — উভয়েরই দামি ও সুন্দর সমন্বয়।
সোনায় সোহাগা: একটি ভালো জিনিসের সঙ্গে আরও ভালো কিছু যুক্ত হওয়া — অর্থাৎ একটি উপযুক্ত বা অতিরিক্ত ভালো মিলন।
এই দুটি বাগধারাই উপযুক্ত মিলন বোঝাতে ব্যবহৃত হয়।