Solution
Correct Answer: Option A
সংখ্যা পদ্ধতিতে, এক অংকের বৃহত্তম সংখ্যা হলো ৯। এর সাথে ১ যোগ করলে আমরা পাই (৯+১) = ১০, যা দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা।
তেমনিভাবে, দুই অংকের বৃহত্তম সংখ্যা হলো ৯৯। এর সাথে ১ যোগ করলে আমরা পাই (৯৯+১) = ১০০, যা তিন অংকের প্রথম সংখ্যা এবং এটিই তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা। যদি ১০০ থেকে ১ বিয়োগ করা হয়, তাহলে আমরা পাই ৯৯, যা একটি দুই অংকের সংখ্যা। সুতরাং, তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ১০০।