একটি কম্পিউটারের ব্যবহৃত দ্রুততম মেমোরি কী?
A ডিস্ক ড্রাইভ
B কী -বোর্ড
C মনিটর
D রেজিস্টার
Solution
Correct Answer: Option D
রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত একগুচ্ছ ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত উচ্চ গতিসম্পন্ন সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। র্যামের মতাে যতক্ষণ সার্কিটে Power থাকে ততক্ষণ অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত থাকে।