ফ্রান্সের মুদ্রার নাম কী?

A ফ্রাংক

B ডলার

C ইউরো

D পাউন্ড

Solution

Correct Answer: Option C

- ফ্রান্সের বর্তমান মুদ্রা হলো ইউরো
- ২০০২ সালের ১ জানুয়ারি ফ্রান্স তার পূর্ববর্তী মুদ্রা 'ফ্রাংক' বাতিল করে ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো হলো ইউরোজোনের অফিশিয়াল মুদ্রা, যা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যের মধ্যে ২০টি দেশ ব্যবহার করে।
- ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ইউরোজোনের অন্তর্ভুক্ত একটি দেশ।
- ইউরো মুদ্রার প্রতীক হলো এবং কোড হলো EUR

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions